দৈনিক খবর

বিমান বন্দরে হেনস্তার শিকার স্বর্ণজয়ী ইমরানুর

কাজাখস্তানে অনুষ্ঠানরত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্‌স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। তবে স্প্রিন্টে রেকর্ড গড়ে দেশে ফিরেই বিমান বন্দরে হেনস্তার শিকার হয়েছেন তিনি। নিরপত্তার অযুহাত দেখিয়ে এক কর্মকর্তা তাকে জোর করে গাড়িতে উঠিয়ে দেন। এর আগে কমনওয়েলথ স্বর্ণজয়ী শুটার আসিফ হোসেনও পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার হয়েছিলেন।

কাজাখস্তান থেকে দেশে ফেরার পর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডন প্রবাসী অ্যাথলেটকে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় রনি নামে বিমানবন্দরের প্রটোকল অফিসার ইমরানুরকে অনেকটা জোর করে গাড়িতে তুলে দেন। ঘটনার আকস্মিকতায় বিস্মিত ইমরানুর অসহায়ের মতো গাড়িতে বসে ছিলেন। এ সময় অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু প্রটোকল অফিসারের ওপর ক্ষিপ্ত হন। পরে গাড়ি পার্কিং এলাকায় ইমরানুরকে বরণের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উষ্ণ অভ্যর্থনার মাঝে নিরাপত্তা কর্মকর্তার অমন আচরণে হতভম্ব হলেও ইমরানুর বিষয়টি এড়িয়ে যেতে চাইলেন, ‘আমি আসলে এ নিয়ে কথা বলতে চাই না। আমি জানি না এখানকার প্রটোকলে কী বলা আছে। তিনি যেটা করেছেন, সেটা হয়তো তার দায়িত্ব; এ কারণেই হয়তো তিনি এমন আচরণ করেছেন।’

উল্লেখ্য, ২০০৬ সালে পুলিশ কর্তৃক বেধড়ক পিটুনির শিকার হয়েছিলেন কমনওলেথ গেমসে স্বর্ণ পদক জেতা শুটার আসিফ হোসেন খান। শুটিং ফেডারেশনের সামনে গাড়ি পার্ক করা নিয়ে বাকবিতন্ডার জেরে তাকে সহ অপদস্থ করা হয় আরো কয়েক জন অ্যাথলিটকে।

Related Articles

Back to top button