opinionদৈনিক খবর

সরকারের দালালী করে গার্মেন্ট ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রকে ইগেনোর করছে, রাষ্ট্রদূত কিন্তু সিরিয়াসলি নিয়েছে বিষয়টা : শামসুল

সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে সরকারের আচরণের বিপরীতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস সেখানে তিনি বিজিএমইএ ও বিকেএমইএ-এর প্রতিনিধিদের দেখতে না পেয়ে বেশ হতাশাজনক মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল-

বিনাভোটের সরকারের দালালী করে বাংলাদেশের গার্মেন্ট ব্যবসায়ীরা কি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইগেনোর করা শুরু করলো? রাষ্ট্রদূত হাস কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে। আইএলও-র প্রোগামে যদি বিজিএমইএ এবং বিকেএমইএ না থাকে, তবে তাদের গার্মেন্ট কেনা বন্ধ করে দিতে পারে অনেকে। গার্মেন্ট ব্যবসায়ীরা কি বুঝতে পারছে না তাদের ডাট ফাট আনন্দ ফুর্তি করার ঐ ডলার আসে আমেরিকা এবং তার মিত্রদের থেকে। একবার ক্ষেপলে কিন্তু হাতে হারিকেন ধরিয়ে দিবে।

Related Articles

Back to top button