দৈনিক খবর

আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাস কেড়ে নিচ্ছে আইসিসি!

এবার আফগানিস্তানে তালেবান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্রিকেটের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ এই কারণে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ হারানোর শঙ্কায় আছে দেশটি। এই ঘটনা সত্যি হলে ক্রিকেটের এলিট সংস্করণ টেস্ট খেলার মর্যাদা হারাবে রশিদ-নবিরা৷

এদিকে চলতি মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। ইএসপিএন ক্রিকইনফো থেকে পাওয়া খবর অনুযায়ী, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা আফগানিস্তানের সদস্যপদ কেড়ে না নেওয়ার জন্য আইসিসির কাছে জানাবেন বলে শোনা যাচ্ছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) পরিস্থিতি বিবেচনা করে সদস্যপদ কেড়ে না নেওয়ার কথা জানাবে। আইসিসি বোর্ডের সদস্য এবং ওয়ার্কিং গ্রুপের সদস্য রস ম্যাককলাম ইএসপিএন-ক্রিকইনফোকে বলেছেন, যে আফগানিস্তানের পরিস্থিতি খুবই খারাপ, আফগান বোর্ডের সদস্যরা দেশের নারী ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে আসতে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন।

নারীদের ক্রিকেট খেলতে বাধা দেওয়া গুরুতর অপরাধ। এর আগে গত ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য পদ লাভ করে আফগানিস্তান।

Related Articles

Back to top button