দৈনিক খবর

খুশি হয়ে মুশফিককে ফোন করলেন পাপন

বিপদের সময় দারুণ কার্যকর এক ইনিংস খেলে ফের ‘মি. ডিপেন্ডেবল’-এর ভূমিকায় মুশফিকুর রহিম। ৯৩ বলে ৭০ রানের ইনিংসটি ধীরগতির হওয়ায় সমালোচনার দাবি রাখলেও তা দলের স্কোরে অবদান রাখে।

নাজমুল হোসেন শান্তর সঙ্গে মুশফিকের ৯৮ রানের জুটিটা বাংলাদেশের ভিত গড়ে দেয়। সেই সঙ্গে ফেরায় মুশফিকের আত্মবিশ্বাস। অনেক দিন ধরে রান না করতে পেরে সমালোচিত হতে থাকা মুশফিকের জন্য এটা বড় স্বস্তিরও বটে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ রানের জয়ের পর মুশফিকের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি সাংবাদিকদের বলেন,

‘মুশফিকের রান করা সত্যিই স্বস্তির। শুধু এইটা না, বিপিএলে ও যখন শেষ ম্যাচটাতে রান করেছিল, তখন আমি ওকে ফোন করেছিলাম। আমি আসলে এত খুশি হয়েছিলাম… আমি জানি যে ওর মধ্যে ওই পটেনশিয়ালটা আছে, কিন্তু রান পাচ্ছে না।’

মুশফিকের প্রশংসা করলেও বিসিবি সভাপতি স্পষ্ট বলে দেন, পারফর্ম না করলে কেউ দলে টিকতে পারবে না। তিনি আরো বলেন, ‘হয় কী… কোনো একজন ভালো খেলোয়াড় যদি অনেক দিন ধরে রান না পায়, তখন তাকে নিয়ে অনেক রকম চিন্তা-ভাবনা হতেই হবে। উপায় নাই। তো এই সময়টায় ও করেছে (রান)।

আশা করি ও এটা ধরে রাখতে পারবে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে সবাইকে পারফর্ম করতে হবে। পারফর্ম না করতে পারলে কেউ টিকতে পারবে না। কাজেই আমার বিশ্বাস, আমাদের যেসব খেলোয়াড় আছে তারা সবাই পারফর্ম করবে।’

Related Articles

Back to top button